Pages

Sunday, December 12, 2021

বিশ্বকাপ ফুটবল-২০২২ রচনা/Essay

ভূমিকা:

জুলি ইর্টজ বলেছিলেন, “বিশ্বকাপ অনেক কারণেই জীবন বদলে দেয়।” ২২তম ফিফা বিশ্বকাপের আসর এক বিশ্ব উদ্দীপনার নাম। এটি স্বপ্ন, আশা, আনন্দ ও বেদনার বিশ্বকাপ। এটি বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উপলক্ষ্য। পুরো বিশ্বকে এক সুতোয় গেঁথেছে এ বিশ্বকাপ। এটি সৃষ্টি করেছে মানুষের সাথে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন।

বিশ্বকাপ ফুটবলের ইতিহাস:

বিশ্বকাপ ফুটবলের সুুদীর্ঘ ইতিহাস রয়েছে। প্রথম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়েতে। আর্জেন্টিনা, বেলজিয়াম, বলিভিয়া, উরুগুয়েসহ মোট ১৩টি দল এতে অংশ নেয়। চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক উরুগুয়ে। এরপর থেকে প্রতি ৪ বছর পর পর পৃথিবীর বিভিন্ন দেশে বসে বিশ্বকাপের আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ ও ১৯৪৬ সালের দুটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় নি।

আয়োজন দেশ ও দল:

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আয়োজক দেশ কাতার। মধ্যপ্রাচ্যে এটাই প্রথম ফিফা বিশ্বকাপ। এটি এশিয়াতে ফিফার দ্বিতীয় বিশ্বকাপ। এটিতে রয়েছে মোট ৩২টি দল। কাতার ২০২২ বিশ্বকাপ হচ্ছে এশিয়া মহাদেশে অনুষ্ঠিত দ্বিতীয় ফিফা বিশ্বকাপ। ৩২ দল বিশিষ্ট শেষ বিশ্বকাপ এটি। ২০২৬ সালে উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপে দল থাকবে মোট ৪৮টি।

উদ্বোধনী ও ফাইনাল:

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর উদ্বোধনী ম্যাচের ভেন্যু কাতারের আল-বাইতে। এর দর্শক ধারণক্ষমতা ৬০ হাজার। আর ফাইনাল ম্যাচের ভেন্যু কাতারের লুসাইল স্টেডিয়ামে। যার দর্শক ধারণক্ষমতা ৮০ হাজার। ফাইনাল ম্যাচের তারিখ ১৮ ডিসেম্বর, ২০২২।

সময়কাল ও ভেন্যু:

এ প্রতিযোগিতার সময়কাল ২১ নভেম্বর ২০২২ থেকে ১৮ ডিসেম্বর ২০২২। এর ভেন্যুর সংখ্যা মোট ৮টি।

বিশ্বকাপ যোগ্যতা:

বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করার নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। ফিফার সদস্য দেশ আছে ২১১টি। প্রতিটি দলকে অবশ্যই বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। স্বাগতিক দেশ হওয়ায় কাতার স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত। এই প্রক্রিয়ার মাধ্যমেই ৩২টি দলকে বাছাই করা হয়েছে।

উপসংহার:

পরিশেষে, এবারের বিশ্বকাপ, ফুটবল প্রেমীদের কাছে নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রতিভার রেকর্ডগুলো ইতিহাসের পাতায় লেখা থাকেবে। দীর্ঘ দিন মানুষের মনে গেঁথে থাকবে বিশ্বকাপের এ মহা আয়োজন।

 Most important topics for you:











 Join and Subscribe Our Youtube Channel: 


প্রিয় SSC ও HSC পরীক্ষার্থী বৃন্দ,  এই ব্লগের লেখা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে জেনে রাখো-আমাদের প্রকাশিত বইয়ের লেখা এর চেয়েও আরো বেশি সহজ, সাবলীল, গোছানো, বোধগম্য ও গবেষণাধর্মী। প্রতিটি Content বাংলা অনুবাদসহ। SSC ও HSC-র Grammar অংশে যারা 60 এ 60-ই নিশ্চিত করতে চাও এবং English 1st & 2nd Part এর Writing অংশে যারা পূর্ণ নম্বর পেতে চাও, তোমাদের জন্য আমরা প্রকাশ করেছি দুটি গবেষণামূলক বই। হাজার হাজার শিক্ষার্থীর জীবন বদলে দেয়া আমাদের প্রকাশিত এ বই দুটির কিছু অংশ পড়ে দেখতে চাইলে তোমরা রকমারি ডট কম থেকে “একটু পড়ে দেখুন” অংশ থেকে কিছু অংশ পড়ে দেখতে পারো: ⍟ Collegiate Basic English Grammar (৬ষ্ঠ-৯ম, SSC, HSC & BCS) ⍟ Collegiate An Essential Book of Paragraph, Composition, Letter & Application (৬ষ্ঠ-৯ম, SSC & HSC). রকমারিতে অর্ডার করতে কল করো 16297 নাম্বারে।

বই দুটি তোমার কল্পনার চেয়েও সুন্দর কি না তা কিছু অংশ পড়ে দেখলেই আশা করি বুঝতে পারবে! আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা যোগ দিতে পারো: Collegiate Publications

No comments:

Post a Comment