Pages

Sunday, January 9, 2022

আমার জীবনের একটি স্মরণীয় রাত-Composition

ভূমিকাঃ

মানব জীবন বিচিত্র অভিজ্ঞতায় পরিপূর্ণ। মানুষের জীবনে কত ঘটনাই না থাকে। কিছু ঘটনা আনন্দের, কিছু ঘটনা বেদনার। আমার জীবনেও একটি উল্লেখ করার মতো ঘটনা রয়েছে। এটি হলো একটি ঝড়ের রাতের ঘটনা। 


যেভাবে শুরু হয়েছিলঃ

আকস্মিকভাবে ঘটেছিল ঘটনাটি। এটি ছিল মে মাসের শুরুর দিকের একটি রাত। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যার পর থেকে একটু একটু হাওয়া দিচ্ছিল। আমি রাতের খাবার খেয়ে খুব দ্রুতই শুয়ে পড়েছিলাম। প্রচ- শব্দে হঠাৎ ঘুম ভেঙে গিয়েছিল। বাইরে তখন প্রচ- ঝড় হচ্ছিল। 

যা ঘটেছিলঃ

ওই রাতের ঘটনা ছিল বর্ণনাতীত। ওই রাতে আমি একাই বাড়িতে ছিলাম। প্রচ- ঝড় দেখে আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমি ঘরের সব দরজা-জানালা বন্ধ করে দিয়েছিলাম। প্রচ- ঝড়ে ঘরের জানালা ভেঙ্গে গিয়েছিল। ঘরের মধ্যে তখন প্রচ- বাতাস প্রবেশ করেছিল। মনে হয়েছিল, ঘরটিই উড়িয়ে নিয়ে যাবে। ঘরের ভেতরর সব তছনছ হয়েছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গিয়েছিল। চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। আমার ভয় আরো বেড়ে গিয়েছিল। অনেক কষ্টে মোবাইলটি খুঁজে পেয়েছিলাম। আমি কোনো মতে মোবাইলের টর্চটা জ্বালিয়েছিলাম।


সর্বত্র কালো অন্ধকার আর বিচিত্র শব্দ ছিল। আমাদের ঘরের কয়েকটি টিন উড়িয়ে নিয়েছিল। গাছের ডাল ভেঙে পড়েছিল। ঘরের মধ্যে পানি জমে ঘরের মেঝে কর্দমাক্ত হয়ে পড়েছিল। আমার সব বই-পত্র ভিজে নষ্ট হয়েছিল। ঘরের মেঝেতে আমার বইয়ের পাতা এবং আসবাবপত্র ছড়িয়ে পড়েছিল। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। আমি সৃষ্টিকর্তাকে ডাকছিলাম। প্রকৃতির এমন ভয়ংকর রুপ আমি আগে কখনো দেখি নি। অবশেষে মহান আল্লাহর ইচ্ছায় সেই ঝড় কমতে শুরু করেছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়েছিল। 

উপসংহারঃ

পরিশেষে, এমন ভয়ংকর অভিজ্ঞতা আমার জীবনে প্রথম ছিল। আমি কখনো সেই ঘটনার কথা ভুলবো না।


সব কিছু পাবে আমাদের ফেসবুক গ্রুপে। নিচের লিংকে ক্লিক করে জয়েন করতে পারো:


 Join and Subscribe Our Youtube Channel: 


প্রিয় SSC ও HSC পরীক্ষার্থী বৃন্দ,  এই ব্লগের লেখা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে জেনে রাখো-আমাদের প্রকাশিত বইয়ের লেখা এর চেয়েও আরো বেশি সহজ, সাবলীল, গোছানো, বোধগম্য ও গবেষণাধর্মী। প্রতিটি Content বাংলা অনুবাদসহ। SSC ও HSC-র Grammar অংশে যারা 60 এ 60-ই নিশ্চিত করতে চাও এবং English 1st & 2nd Part এর Writing অংশে যারা পূর্ণ নম্বর পেতে চাও, তোমাদের জন্য আমরা প্রকাশ করেছি দুটি গবেষণামূলক বই। হাজার হাজার শিক্ষার্থীর জীবন বদলে দেয়া আমাদের প্রকাশিত এ বই দুটির কিছু অংশ পড়ে দেখতে চাইলে তোমরা রকমারি ডট কম থেকে “একটু পড়ে দেখুন” অংশ থেকে কিছু অংশ পড়ে দেখতে পারো: ⍟ Collegiate Basic English Grammar (৬ষ্ঠ-৯ম, SSC, HSC & BCS) ⍟ Collegiate An Essential Book of Paragraph, Composition, Letter & Application (৬ষ্ঠ-৯ম, SSC & HSC). রকমারিতে অর্ডার করতে কল করো 16297 নাম্বারে।

বই দুটি তোমার কল্পনার চেয়েও সুন্দর কি না তা কিছু অংশ পড়ে দেখলেই আশা করি বুঝতে পারবে! আমাদের ফেসবুক গ্রুপেও তোমরা যোগ দিতে পারো: Collegiate Publications

 


No comments:

Post a Comment